ময়মনসিংহে ছাত্রলীগের আনন্দ র্যালী
আপডেটঃ 10:50 pm | September 28, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন উপলক্ষে ময়মনসিংহ শহর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২ টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ এর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের কাচাড়ি ঘাট এলাকায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ নেতা ও মেয়র মো. ইকরামুল হক টিটুর পক্ষ থেকে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।