প্রশাসন ও ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে সার্কিট হাউজে মহানগরের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ২দিন ব্যাপী প্রতিমা বিসর্জন
আপডেটঃ 2:26 am | October 03, 2017

স্টাফ রিপোর্টার ॥ প্রশাসন ও ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে সার্কিট হাউজে মহানগরের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ২দিন ব্যাপী প্রতিমা বিসর্জন গতকাল সম্পন্ন হয়েছে।
ময়মনসিংহ কাচারীঘাটে গতকাল শহরের দুর্গাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দির, বড়কালী বাড়ী মন্দির, রঘুনাথ জিউর আখরা, আমপট্টি মন্দির, ডাইলপট্টি মন্দির, হরিজন পল্লী মন্দির সহ ১২টি মন্দিরের প্রতীমা বিসর্জন হয়। গত শনিবার বৈরী আবহাওয়ার ফলে শহরের এসব মন্দিরের প্রতীমা বিসর্জন থেকে বিরত ছিল।
প্রতিমা বিসর্জন কালে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, অতি: পুলিশ সুপার সহ পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুজারীরা জানায়, পুজারীদের সিদ্বান্ত না থাকা সত্বেও জেলা সভাপতির বিশেষ তৎপরতায় ঝড়বৃষ্টি উপেক্ষা করে ১২টি পুজা বিসর্জন দেয়া হয়।
এতে পুজারীরা প্রতিবছরের ন্যায় এবার আনন্দ উৎসব থেকে বঞ্চিত হয়। কোন কোন মন্দির বিসর্জন দিতে অপারগতা জানালেও তাদের বিসর্জন দিতে বাধ্য করা হয়। গত পরশু হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি, মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি সহ বিপুল সংখ্যক পুজারীর উপস্থিতিতে সিদ্বান্ত হলেও তা মানা হয়নি।