ফুলপুরে সড়ক দূর্ঘটনা যাত্রীবাহীবাস ও ট্রলি মুখামুখি সংঘর্ষে আহত ১
আপডেটঃ 9:12 pm | October 07, 2017

সেলিম রানা (ফুলপুর প্রতিনিধি )ঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ অক্টোবর শুক্রবার রাত ৯টায় শেরপুর মহাসড়কে চাঁনপুন নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহীবাস ও শেরপুরগামী লাকড়ি র্ভতি ট্রলি মুখামুখি সংঘর্ষ হয়েছে।যাত্রীবাহীবাস ট্রলিকে ধাক্কা দিলে উল্টে পরে যায় গর্তে।
ঘটনা স্থলে একজন গুরুতর আহত হয়েছে।পরে এলাকাবাসী টের পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে পাঠান ।আহত ব্যক্তির নাম মোঃ মোশারফ হোসেন (৩০),ঘটনা স্থলে পরির্দশন করেন ফুলপুর থানার এস আই জামিল ।