গফরগাঁওয়ে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার বন্ধের দাবিতে মানবন্ধন
আপডেটঃ 11:10 pm | October 09, 2017

গফরগাঁও প্রতিনিধি ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ও গণহত্যা বন্ধ করে সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সোমবার সকালে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ) স্মৃতি পরিষদ ব্যানারে পৌরশহরের জামতলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলার আলেম-উলামা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে হযরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ) স্মৃতি পরিষদের সভাপতি ডাঃ কে.এম এহছান, এডভোকেট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোঃ মঞ্জুর মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, যুগ্ন-সাধারণ সম্পাদক আঃ খালেক আকন্দ,
সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ বাচ্চু, উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল-মামুন, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ ইলিয়াস, মাওলানা মাহদী হাসান, মাওলানা আজিজুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার প্রমূখ।