ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
আপডেটঃ 1:51 am | October 16, 2017

স্টাফ রিপোর্টার ॥ সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৭।
এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, ময়মনসিংহ, জেলা সমাজ সেবা কার্যালয় ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দিবসটির উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়। র্যালী উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: খরিলুর রহমান।
এসময় সমাজ সবা কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, গণকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক ড, মো: সিরাজুল ইসলাম সহ বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।