প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক
আপডেটঃ 2:29 pm | September 10, 2018

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার সন্ধ্যা ৭টায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র আরো জানায়, বৈঠকে আগামী একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির কারা থাকবেন সেসব বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়েছে বলেও জানানো হয় প্রধানমন্ত্রীকে।
তবে আওয়ামী লীগের সঙ্গে জোটে গেলে আসন ভাগাভাগির বিষয়টি নিয়েও একটি প্রাথমিক আলোচনা হয়। নির্বাচন পরবর্তী সরকার গঠন, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ আরও নানা বিষয় আলোচনায় উঠে আসে।
এছাড়া, আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। বৈঠকে এ বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
জাতীয় পার্টির অপর একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাতে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আরও এক দফা বৈঠক করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তারা পরবর্তী বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন।