ময়মনসিংহে হোন্ডা মটর্স এর ৮২তম শোরুম উদ্ধোধন
আপডেটঃ 6:03 pm | October 01, 2018

ইব্রাহিম মুকুটঃ ময়মনসিংহে হোন্ডা মটর্স এর ৮২তম শোরুম উদ্ধোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আঃলীগের সহ সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান। হোন্ডা মর্টস এর সহকারি ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোন্ডা মটর্স এর হেড অব সেল্স ইসমাইল ভূইয়া। ১৯১২ সাল থেকে হোন্ডা মটর্স বাংলাদেশে যাত্রা শুরু করে। ময়মনসিংহের ডিলার শাহাবুদ্দিন মোল্লার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হোন্ডা মটর্সের যাত্রা শুরু হলো। হোন্ডা মটর্সের ডিলার শোরুমের কার্যক্রম সরাসরি জাপান থেকে পরিচালিত হয়।