সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী মতিউর রহমানের শারিরীক অবস্থার উন্নতি
আপডেটঃ 7:46 pm | October 23, 2018

নিজস্ব সংবাদদাতাঃ গত ১৭ই অক্টোবর ধর্মমন্ত্রী মতিউর রহমান (৭৬) ময়মনসিংহে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তী করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তাররা উনাকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
স্কয়ার হাসপাতালে ডাক্তাররা পরিক্ষা নিরীক্ষা শেষে উনার স্মাইল হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান তাছাড়া উনার নিউমনিয়া জনিত সমস্যা আগেই ছিল। উন্নত চিকিৎসার জন্য ১৮ই অক্টোবর বৃহস্পতিবার এয়ার এ্যম্বুলেন্স যোগে সিঙ্গাপুর পাঠান। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে উনাকে ভর্তি করা হয়।
ধর্মমন্ত্রনালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ও মন্ত্রীর একান্ত সচিব আনোয়ার হোসেন জানান গতকাল উনার এন.জি.ও গ্রাম করা হবে। তারপর উনার পরবর্তী চিকিৎসার কার্যক্রম শুরু হবে। তিনি বর্তমানে সুস্থ্য আছেন ও শারিরীক অবস্থার উন্নন ঘটেছে। স্বাভাবিক কথাবার্তা বলছেন এবং নিয়মিত খাবার গ্রহন করছেন। পরিবারের সদস্যরা ছাড়াও উনার সাথে উনার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন।