নেত্রকোনায় বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী
আপডেটঃ 9:32 pm | February 24, 2019

নেত্রকোনা প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, “শিক্ষার সার্বিক মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাড়া বিশ্বের কাছে মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে।”
আজ শনিবার সকালে নেত্রকোনার ঐতিয্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শিক্ষক লিটন পন্ডিতের সঞ্চালনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী,জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী,নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা,বিদ্যালয়ের অধ্যক্ষ মাজহারুল ইসলাম প্রমূখ।
পরে প্রতিমন্ত্রী বিভিন্ন পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।