ময়মনসিংহে মহান স্বাধীনতা মাসব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু
আপডেটঃ 7:55 pm | March 03, 2019

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার মাস উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সন্ধ্যায় ময়মনসিংহের টাউন হল মাঠে শুরু হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সসম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে মহানগর শাখার সভাপতি কাজী আজাদ জাহান শামীম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রশাসক মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুস্তফিজুর বাশার ভাষানী, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কবি মাহমুদ আল মামুন। অনুষ্ঠানে জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন আবৃত্তি করেন স্কুল ছাত্র অর্ক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।