ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রশোমন প্রস্তুতি দিবসে শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত
আপডেটঃ 8:37 pm | March 10, 2019

ময়মনসিংহ জেলা সংবাদদাতা: জাতীয় দুর্যোগ প্রশমোন প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন এর উদ্যোগে মহড়া, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল ১০টায় টাউনহল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্যশোভা যাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দমোহন কলেজ মাঠে শেষ হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক ডঃ সুভাষ চন্দ্র বিশ্বাস টাউনহল প্রাঙ্গন থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আনন্দমোহন কলেজ মাঠ প্রাঙ্গনে শেষ হয়। দিবসটি উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপক ও ভূমিকম্প বিষয়ক বিভাগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় শিশুকিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিজয়ীদেও মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।