ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে আনন্দ র্যালী
আপডেটঃ 8:29 pm | March 17, 2019

স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল দুপুর ২ টায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিলের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু। র্যালীটি জয়নুল আবেদীন পার্কের হিমু আড্ডা রেস্টুরেন্টস প্রাঙ্গন থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। উক্ত র্যালী শেষে জিরো পয়েন্টে দিবসটির উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।