জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী তারি ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি….. প্রশাসক টিটু
আপডেটঃ 6:00 pm | March 23, 2019

রুহুল আমিনঃ কিশোরগঞ্জের রাস্তা থেকে জিকেবি কলেজ পর্যন্ত আরসিসি ঢালাই করে রাস্তা নির্মান ও পাইপ ড্রেন নির্মান কাজের উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক সাবেক মেয়র ইকরামূল হক টিটু।
উদ্বোধন কালে সমবেত জনতার উদ্দেশ্য টিটু বলেন জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তারি ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। আমাকে যদি নৌকা মা্র্কায় মনোনয় দেয়া হয় এবং আপনারা ভোট দিয়ে মেয়র মনোনিত করেন তাহলে আমি শম্ভুগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাব।
উক্ত সমাবেশে সভাপতিত্ব কররেন ডঃ সিরাজুল ইসলাম। এসময় উপস্হিত ছিলেন ইঃ নূরুল আমিন কালাম, এমদাদ মড়ল চেঃ মুর্শেদুল জাহাজ্ঞীর, এড, ফরিদ আহমেদ, প্রদীপ ভৌমিক, নিয়ামূল করিম সজল, প্রফেসার শাহানশাহ, এবি সিদ্দিক, মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা হযরত আলী প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন দিলরুবা শারমিন।