ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু
আপডেটঃ 6:26 pm | April 08, 2019

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ব্জ্রপাতে আনোয়ারুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবাব (৮ এপ্রিল) সকালে উপজেলার খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, সকালে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হয় আনোয়ার। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।