ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে রেঞ্জ’র শ্রেষ্ঠ অফিসারদের পুরষ্কার বিতরন
আপডেটঃ 12:50 am | April 11, 2019

স্টাফ রিপোর্টারঃ আজ ১০ এপ্রিল /২০১৯ খ্রি. বুধবার সকাল ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আরএএল, মার্চ/২০১৯ মাসের মাসিক ও জানুয়ারী – মার্চ মাসের প্রথম ত্রৈমাসিক অপরাধ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি বিপিএম মহোদয়। এতে রেঞ্জ’র শ্রেষ্ঠ অফিসার হিসেবে ১। শ্রেষ্ঠ পুলিশ সুপার জনাব জয়দেব চৌধুরী বিপিএম, পুলিশ সুপার নেত্রকোনা ২। শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) জনাব এস. এ নেওয়াজী পিপিএম(বার),ময়মনসিংহ ৩। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, অফিসার ইনচার্জ শ্রীবরদী থানা, শেরপুর ৪। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(ডিবি) জনাব মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) অফিসার ইনচার্জ ডিবি, ময়মনসিংহ ৫। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মো: আব্দুল কাদের খান পিপিএম,ট্রাফিক বিভাগ,ময়মনসিংহ ৬। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (আর আই) জনাব মো: রোকনুজ্জামান ৭।শ্রেষ্ঠএসআই মো: আলাউদ্দিন, মাদক দ্রব্য উদ্ধার কারী অফিসার ,ডিবি ময়মনসিংহ ৮।শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তি কারী এস আই মোঃ রফিকুল ইসলাম -২,জামালপুর থানা, জামালপুর ৯। শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এএসআই মো: এরশাদ আলী, জামালপুর থানা, জামালপুর ১০। শ্রেষ্ঠ চৌকিদার হারুন মিয়াকে পুরস্কৃত করা হয়। সভায় অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ জনাব ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার ময়মনসিংহ জনাব মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম(বার), পুলিশ সুপার রেঞ্জ অফিস জনাব সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার শেরপুর জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস জনাব একেএম মনিরুল ইসলাম সহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।