ময়মনসিংহ জয় বাংলা নাগরিক পরিষদের উদ্যোগে মেয়র প্রার্থী টিটুর সমর্থনে করনীয় সক্রান্ত আলোচনা অনুষ্টিত
আপডেটঃ 9:43 pm | April 12, 2019

রুহুল আমিন: ময়মনসিংহ জয়বাংলা নাগরিক পরিষদের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঃলীগের সমর্থীত মেয়র প্রার্থী ইকরামূল টিটুর সমর্থনে করনীয় সন্পর্কে আলোচনা সভা আনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক এড, আনিসুর রহমান খান,সন্চালনায় ছিলেন ইঃ নূরুল আমিন কালাম। এসময় নীতিনির্ধারনী বক্তব্য রাখেন ডাঃ হরিশংকর দাশ,ডাঃতারা গোলন্দাজ,ড,সিরাজুল ইসলাম,সাংবাদিক জিয়াউদ্দিন জিয়া,প্রদীপ ভৌমিক,নিয়ামূল কবির সজল,নজরুল ইসলাম,ব্যাবসায়ী মাহবুল আলম। প্রধান অতিত্থী ছিলেন জেঃ আঃ লীগের সাঃ সন্পাদক এড, মোয়া্জ্জেম হুসেন বাবুল।