মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার!
আপডেটঃ 7:17 pm | April 13, 2019

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।
মামলার বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ দাবি করেন, ‘সাত মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন দুল্লা ইউনিয়নের আলাল হুদা (৪০)। ঘটনাটি জানাজানি হলে ইউপি চেয়ারম্যান মো. হোসেন আলী বাবা আলাল হুদাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আলালের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়।’
ওসি আলী মাহমুদ আরো দাবি করেন, প্রাথমিকভাবে মেয়েটির স্বীকারোক্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।