ব্রহ্মপুত্রে ডুবে কিশোরের মৃত্যু
আপডেটঃ 8:04 pm | April 14, 2019

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে সাঁতার প্রতিযোগীতায় নেমে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মৃত শাহীন হোসেন (১৭) পাটগুদাম বিহারী ক্যাম্পের আব্দুস ছালামের ছেলে।
শাহিনের পরিবারের বরাতে আনোয়ার বলেন,পহেলা বৈশাখ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে সাঁতার প্রতিযোগিতায় শাহীন তার দুই বন্ধু অংশ নেয়। সকালে তারা রেল ব্রিজের নিচ থেকে সাঁতার কাটা শুরু করে।
“দুইজন সাঁতরে নদ পার হতে পারলেও শাহীন ডুবে যায়।”
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা তল্লাশি চালিয়ে দুই ঘণ্টা পর লাশ উদ্ধার করে বলে ফায়ার সার্ভিসের এ সদস্য জানান।