” নবর্বষে ময়মনসিংবাসীর প্রত্যাশা”
আপডেটঃ 11:23 pm | April 15, 2019

স্টাফ রিপোর্টার: প্রতি বছর অষ্টমীর পূন্যস্নানে আমরা হারাই ব্রম্মপূত্র নদে এক বা একাধীক সন্তান।তার কারন হল রাজনৈতিক ছত্রছায়ায় ও প্রশাসনের যোগসাযশে অবৈধ ভাবে যান্ত্রীক উপায়ে বালু উত্তলনের ফলে নদীবক্ষে গর্ত সৃষ্টি। ময়মনসিংহবাসী নববর্ষে প্রত্যাশা করে সিটি কর্পোরেশনে যিনি আগত নির্বাচনে মেয়র নির্বাচনে নির্বাচিত হবেন তিনি যেন সবকিছুর উর্দ্ধে উঠে অবৈধ বালু উত্তলন বন্দ্ধ করেন। তারা কামনা করে রাহুল সরকারের মত আগামীতে আর যেন কাউকে হারাতে না হয়।