ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলার হিসাবে কাউকে মনোনয়ন বা সমর্থন দেইনি মেয়র টিটু
আপডেটঃ 8:14 pm | April 29, 2019

স্টাফ রিপোর্টার: আগামী ৫ ই মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু গত কয়েকদিনে থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে অনেকেই, আমি এবং অন্যান্য ব্যক্তিবর্গের সমর্থন নিয়ে নির্বাচন করছেন এ মর্মে অবহিত করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য সম্মানিত নাগরিকবৃন্দের সঠিক প্রার্থী নির্বাচিত করার ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। কাউন্সিলর প্রার্থীগণকে বিনীত ভাবে অনুরোধ করবো মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে আপনাদের সম্মানিত নাগরিক বৃন্দের আস্থা অর্জন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বাঞ্ছনীয়, কারণ সম্মানিত নাগরিকবৃন্দ যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করবেন এটাই বাস্তবতা। আমার জানা মতে যেখানে রাজনৈতিক সংগঠন থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে কাউকে মনোনয়ন বা সমর্থন দেননি, সেখানে কোন ব্যক্তি কোন প্রার্থী কে সমর্থন দিয়েছেন এই ধরনের তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং অপপ্রচার।