ময়মনসিংহে ব্যাগ ভর্তি মানুষের কংকাল উদ্ধার
আপডেটঃ 9:25 pm | February 08, 2016

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ শহরের কাচিঁঝুলি টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ ভর্তি মানুষের কংকাল উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার দুপুরে শহরের কাচিঁঝুলি টাঙ্গাইল বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি ব্যাগ ভর্তি মানুষের কংকাল উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান শহরের কাচিঁঝুলি টাঙ্গাইল বাস স্ট্যান্ডের পার্শ্বের দালালের সাথে পরিত্যক্ত প্লাষ্ট্রিকের একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বাসের যাত্রীরা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাগটি উদ্ধার করে খুলে দেখে ব্যাগের ভিতরে মানুষের কংকাল রয়েছে।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মুসফিকুর রহমান জানান ব্যাগের ভিতরে মানুষের ২টি মাথার খুলিসহ অর্ধশত হাড় পাওয়া যায়। কংকাল পাচারকারী চক্র এই গুলি বিক্রির জন্য শহরে নিয়ে আসছিল বলে পুলিশের ধারনা করছে।