ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১০৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপডেটঃ 4:36 pm | May 11, 2019

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, হারন মিয়া, চান মিয়া ও নুরুল ইসলাম। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকায় অভিযান পরিচালনা করে জামিরদিয়া এলাকা থেকে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী হারুন মিয়া, চাঁন মিয়া ও নুরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নামে ভালুকা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।