চলে গেল সৈয়দ নজরুল কলেজের অধ্যাপক আসিফ মিনহাজ সেতু
আপডেটঃ 1:17 am | June 18, 2019

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে যখন কোন সামাজিক দাবি নিয়ে রাস্তায় দাড়ানো হতো আসিফ মিনহাজ সেতু এসে দাড়াত দাবির একতত্বা নিয়ে। সাথে থাকত তার প্রিয় কেমেরাটি। সে আর আমাদের পাশে এসে দাড়াবে না জনগনের দাবির প্রতি সর্মথন দিতে। সৈয়দ নজরুল কলেজের অধ্যাপক আমাদের সকলের প্রিয় রাজপথের সংগ্রামী সাথী আসিফ মিনহাজ সেতু চলে গেছে না ফেরার দেশে। তার আত্মার শান্তি কামনা করেছেন ময়মনসিংহবাসী।