ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পানি অপচয় হচ্ছে।।দেখার কেউ নেই
আপডেটঃ 4:36 pm | June 19, 2019

ষ্টাফ রিপোর্টারঃ পময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন পানির টেংকির পানি যাত্রী ছাউনির পিছনের ড্রেন দিয়ে ২৪ ঘন্টাই অপচয় হচ্ছে।ট্যাংকির পাইপ লাইনের ফাটলের সমস্য জনিত কারণে ২৪ঘন্টাই নিয়মিত পানি অপচয় হচ্ছে, অথচ সিটি কর্পোরেশনের পানি শাখার কর্মকর্তাদের চোখে পড়ছেনা দৃস্যটি। সিটি এলাকার বাসিন্দারা পানির অভাবে হাহাকার করলেও প্রতিদিন পানি যাচ্ছে প্রয়োজনের বাইরে পানি শাখার কর্মকর্তাদের অবহেলায় লোকজন পানির জন্য হতাশ। অনেকেই নিয়মিত পানি না পেলেও পানির বিল ঠিকই পরিশোধ করে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি দ্রুত পানির লিকেজ মেরামত করে তাদের সেবা নিশ্চিত করা হোক। চলবে নিউজ