আলী ইউসুফ পিপিজি’র শান্তির দূত
আপডেটঃ 7:26 pm | June 23, 2019

পিস ফর পেসার গ্রুপ ময়মনসিংহের পিস এম্বাসেডর নির্বাচিত হয়েছেন কবি ছড়াকার আলী ইউসুফ। আজ দুপুর ১২ টায় নগরের জুবলিঘাটস্থ চেতনা সংসদে পিপিজি’র সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুস্থ সহবস্থানের পথ তৈরির লক্ষ্য পিপিজি কাজ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ সহবস্থানের লক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতি জেলায় ২০ সদস্যের দল কাজ করে। এই বিশজনের মধ্য থেকে ১ জন কো অর্ডিনেটর এবং দুইজন এম্বাসেডর সেচ্ছাব্রতী হয়ে কাজ করে। সংগঠনের সভায় সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করে ইতিমধ্যেই সকলের নজরে এসেছেন আলী ইউসুফ। তিনি আগামীতে ময়মনসিংহে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে শান্তির জন্য কাজ করবেন।