“আঃলীগের ৭০তম পথ চলা”
আপডেটঃ 11:39 pm | June 23, 2019

বাংলাদেশ আঃলীগের গৌরবময় ৭০তম পথচলা উপলক্ষে ময়মনসিংহ জেলা আঃলীগের উদ্যোগে বড় কালিবাড়ী দলীয় কার্যালয়ে আঃলীগ, তার অঙ্গ ওসহযোগি সংগঠন সমূহের দলীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে মাসব্যাপী কর্মসূচির শূভসূচনা করেন ময়মনসিংহ জেলা আঃলীগের সভাপতি এড,জহিরুল হক খোকা।অনুষ্টানটি সন্চালচনা করেন জেলা আঃলীগের সাঃ সন্পাদক এড,মোয়াজ্জেম হুসেন বাবুল।