ভারতে বিনামূল্যে ফেসবুক সেবা বন্ধ
আপডেটঃ 6:43 pm | February 09, 2016

বিনামূল্যে ফেসবুক ব্যবহারের সুবিধা বন্ধ করে দেয়া হলো ভারতে। গ্রাহকরা কি পরিমাণ ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করছে তার উপর মূল্য নির্ধারণ করেছে ভারতের মোবাইল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (টিআরএআই)।
ডাটা সার্ভিস নিয়ন্ত্রণ আইন ২০১৬ অনুযায়ী ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে কর দিতে হবে। তাই গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার বন্ধ করা হলো।
বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের যে সুবিধা ছিল তাও বন্ধ করা হয়েছে। `জিরো রেটেড` ইন্টারনেট ব্যবস্থায় গ্রাহকরা বিনা পয়সায় বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করতে পারতেন।