একাদশ জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সুবর্ণা মুস্তফার প্রথম বক্তব্য। যেখানে প্রথমেই সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে কথা বলেন তিনি।
সুবর্ণা মুস্তাফা বলেন, দেশে-বিদেশে প্রায় সব ক্ষেত্রে সংস্কৃতিকর্মীরা ভাবমূর্তি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখলেও তারা সব সময়ই থাকে উপেক্ষিত। দেশের অর্থনীতি ও ভাবভূর্তি রক্ষায় সংস্কৃতি কর্মীদের অবদান উল্লেখ করে শিল্পী ও নির্মাতাদের আয়ের উপর কর কমানোর দাবি করেন তিনি।
বাংলা চলচ্চিত্রের বর্তমান দুরবস্থার চিত্র উল্লেখ করে সিনেমার উন্নয়নে বিশেষ নজর দেওয়ার প্রস্তাবও করেন এক সময় চলচ্চিত্রে দ্যুতি ছড়ানো এই অভিনেত্রী।