মু্ক্তাগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর শ্রমের ফসল প্রধানমন্ত্রীর উপহার ১৬বিআরটিসি সার্ভিসের উদ্ভোধন।।
আপডেটঃ 9:22 pm | June 26, 2019

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের মুক্তাগাছায় জনগণের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় সাংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদের প্রচেষ্টায় চালু করা হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। অপরদিকে এই সার্ভিসটি ময়মনসিংহ নগরী টাউন হল-চড়পাড় মোড় – ব্রীজ মোড় হয়ে টাউন সার্ভিস হিসাবেও চালু থাকবে। মঙ্গলবার মুক্তাগাছার ভাবকীর মোড়ে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছার সংসদ সদস্য আলহাজ্ব কে এম খালিদ বাবু। উদ্বোধনকালে প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছার সংসদ সদস্য আলহাজ্ব কে এম খালিদ বাবু বলেন, ‘মুক্তাগাছা থেকে ময়মনসিংহ-গামী যাত্রীগণের দুর্ভোগের বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত। সেই দুর্ভোগের বিষয়টি লাঘব করতেই বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহ থেকে মুক্তাগাছা রোডে ১৬টি বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলো। আশা করা যায়, এই বাস সার্ভিসটি যাত্রীদের পরিবহন সুবিধা বৃদ্ধি করবে।’ তিনি আরও বলেন, ‘মুক্তাগাছার জনগণ যে নিরঙ্কুশ বিজয় আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপহার দিয়েছেন তার ফলেই মুক্তাগাছার উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। গড়ে উঠবে আমাদের সকলের স্বপ্নে গাঁথা মুক্তাগাছা। মুক্তাগাছার জনগণ, আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশে নিয়েই এই উন্নয়নের ধারাবাহিকতা আমি বজায় রাখব, ইনশাল্লাহ।