জাতিসংঘ ঘোষিত নির্যাতন বিরোধী আন্তর্জাতিক সংহতি দিবস পালিত
আপডেটঃ 10:41 am | June 27, 2019

বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ২৬ জুন জাতিসংঘ ঘোষিত নির্যাতন বিরোধী আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় অমরাবতী নাট্য মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাড. এ এইচ এম খালেকুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠের অন্যতম উপদেষ্টা অ্যাড. এমদাদুল হক মিল্লাত, ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী অ্যাড. শিব্বির আহাম্মেদ লিটন, মহানগর শাখার সভাপতি আবুল কালাম ভূঁইয়াসহ সংগঠের বিভিন্ন শাখার প্রতিনিধি মতিউর রহমান রবিন, আব্দুল জলিল, একেএম আজাদ সেলিম, অধ্যক্ষ নূরজাহান পারভীন, মঞ্জুরুল হক মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল, অ্যাড. আব্দুল মোত্তালেব লাল, অধ্যাপক লুৎফুন্নাহার, অধ্যাপক মাশরুফা সুলতানা মিমি, অঞ্জন সরকার, অ্যাড. মতিউর রহমান ফয়সাল, কিশোর ত্রিপুরা, শাহনাজ পারভীন প্রমুখ। সভায় রোহিঙ্গাদের উপর মায়ানমারের নির্মম নির্যাতনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর কার্যকর কোন পদক্ষেপ গ্রহন না করায় অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নির্যাতনের শিকার দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকার ও সরকার প্রধান মাদার অব হিউম্যানিটি খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। জাতি, ধর্ম, বর্ন, ভূমি, অর্থনৈতিক বিষয়সহ সব ধরণের নির্যাতন বন্ধ এবং নির্যাতনের শিকার রাষ্ট্র ও ব্যাক্তির প্রতি কার্যকর মানবিক সংহতি প্রকাশের জন্য আন্তর্জাতিক সংস্হা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আলোচকবৃন্দ আহ্বান জানিয়েছেন। আইনী হেফাজতে নির্যাতন এবং বিনা বিচারে হত্যাকান্ড বন্ধের আহবান জানিয়ে আলোচকবৃন্দ মত প্রকাশে সাংবিধানিক অধিকার নিশ্চিত করে বাঙ্গালি জাতি-রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাংখিত আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।