ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাতে সহকারী পুলিশ সুপারবৃন্দ
আপডেটঃ 10:09 pm | June 27, 2019

ইব্রাহিম মুকুট: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সমন্বয়কসহ ১৫ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। শিক্ষা সফর উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার এর কার্যালয় পরিদর্শন করেছেন (৩৬ তম বিসিএস পুলিশ) শিক্ষানবিশ কর্মকর্তরা।
বৃহস্পতিবার (২৭ জুন) এ উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী, রেঞ্জ ডিআইজির কার্যালয় অফিসার, বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মকর্তাবৃন্দ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান।
মতবিনিময় ও সৌজন্য স্বাক্ষাতে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চাকুরি ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হারুন অর রশিদ, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার মনির প্রমুখ।