মেক্সিকোয় কারাগারে দাঙ্গায় নিহত ৫০
আপডেটঃ 7:36 pm | February 11, 2016

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলের মনতেরি শহরে একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মনতেরির তোপো সিকো কারাগারে এ দাঙ্গা বাঁধে। কারা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, ক’দিন পরই মেক্সিকোর সর্বোত্তরের একটি কারাগার পরিদর্শনে যাওয়ার কথা পোপ ফ্রান্সিসের। তার ওই সফরের আগে এই দাঙ্গা বাঁধলো।
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় ভোরে দাঙ্গার সূত্রপাত হয়। এতে অন্তত ৫০ জন নিহত হয়। দাঙ্গার সুযোগে পালিয়ে যায় অনেক বন্দি।
দাঙ্গার খবর দেওয়ার আগে সংবাদমাধ্যম ওই কারাগারের একটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দিয়েছিল। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সুযোগে দাঙ্গা বাঁধায় কিছু কয়েদি।