অর্ধাঙ্গিনীকে নিয়ে টিভিতে শাফিন আহমেদ
আপডেটঃ 10:04 pm | February 11, 2016

জনপ্রিয় সংগীতশিল্পী ও মাইলসের ভোকালিস্ট শাফিন আহমেদ। কিছুদিন একটি টিভি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে পাওয়া গিয়েছিলো তাকে। এর বাইরে গান ছাড়া টিভিপর্দায় খুব একটা হাজির হন না তিনি।
এবার ভালোবাসা বিষয়ক এক অনুষ্ঠানে শাফিন হাজির হয়েছেন সস্ত্রীক। শাফিন জানান, প্রথমবারের মতো তার স্ত্রী নাহিনকে এমন টিভি অনুষ্ঠানে দেখা যাবে।
১০ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন শাফিন ও নাহিন। ভালেবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ ‘লাল গোলাপ’। তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন শফিক রেহমান। আগামী ১৩ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনে।