প্রতিভা শাওনের জন্মদিনে শুভেচ্ছা
আপডেটঃ 3:30 am | February 13, 2016

বিনোদন প্রতিবেদক: মডেল ও অভিনেত্রী প্রতিভা শাওনের জন্মদিনে শুভেচ্ছা। ঘরোয়াভাবে ও বন্ধুদের নিয়ে এ দিনটি আনন্দের মধ্যে কাটাতে চান এই অভিনেত্রী। প্রতিভার সাথে কথা বলে জানতে পারি তিনি এই দিনে বিশেষ কিছু করেন কিনা। একটু হেসেই উত্তর দিয়ে বললেন, এই দিনটি আমার জন্য স্পেশাল। আমি সকালে ঘুম থেকে উঠেই আমার মা-বাবাকে সালাম করি তারপর একে একে পরিবারের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করি। আর বন্ধু-বান্ধবদের সাথে মোবাইলে শুভেচ্ছা বিনিময় হয়। আর সন্ধ্যায় আমার বাসায় জন্মদিনের কেক কাটি তারপর রেস্টুরেন্টে সব বন্ধুদের সাথে কেক কেটে দিনটি শেষ করি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই মিডিয়াতে ভালোভাবে কাজ করতে পারি।
প্রতিভা শাওনের কাজের ঝুলিতে অনেক তালিকা রয়েছে এর মধ্যে উলেখযোগ্য হচ্ছে- চারটি নাটক প্রচার হয়েছে গত ঈদে। এর মধ্যে রয়েছে মাসুম রেজার ‘ভালোবাসার রঙ’, ঈদের চতুর্থদিন এসএ টিভিতে, ঈদের সপ্তম দিন শামীম আজিমের ‘যখন তখন’ বৈশাখী টিভিতে, জহির আহমেদের ‘কেয়া’ আরটিভিতে ঈদের তৃতীয় দিন এবং সুলতান চৌধুরীর ‘পাপি’ মোহনা টিভিতে ঈদের দ্বিতীয় দিন। এছাড়াও শাওনের ৩টি ধারাবাহিক নাটকও প্রচার হচ্ছে চ্যানেলে। এগুলোর মধ্যে কাজী আপেল মাহমুদের ‘ছবির হাট’ প্রচার হচ্ছে প্রতি মঙ্গলবার মাইটিভিতে রাত সাড়ে ৮টায়। সুজন আহমেদের ‘শোধ’ প্রচার হচ্ছে রবি-সোম ও মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে এটিএন বাংলায় এবং একই চ্যানেলে ইদ্রিস আলীর ‘সেকেন্ড ইনিংস’ প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে।
এছাড়া শাওনের কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। এগুলো হচ্ছে মেগা ফ্রিজ ও টিভি, ইউনিয়ন এসি অ্যান্ড ফ্যান, ফুডস অ্যান্ড ফেয়ারের সেমাই। পাশাপাশি ডে-কেয়ার সেন্টার ও এয়ার হোস্টেজের দুটি বিলবোর্ডে মডেল হয়েছেন তিনি। বাল্যবিবাহ ও স্বাস্থ্যসম্মত সবজির দুটি সরকারি ডকুমেন্টারিতেও কাজ করেছেন শাওন।
নিচে প্রতিভা শাওনের ফেইসবুক থেকে নেওয়া কিছু ছবি প্রকাশ করা হল