আমার জন্য দোয়া করবেন- নারী ক্রিকেটার সামান্তা।
আপডেটঃ 9:07 pm | November 16, 2019

স্টাফ রিপোর্টারঃ অল্পর জন্য রক্ষা পেল ময়মনসিংহ বিভাগীয় নারী ক্রিকেটার সামান্তার বাম চোখটি। তবে আঘাত প্রাপ্ত স্থানে সেলাই লেগেছে ৪ টি। এক সাক্ষাতকারে ক্রিকেটার সামান্তার মা আনু আক্তার তিনি মেয়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। এমন দূঃসময়ে পাশেছিলেন কোচ সুশান্ত, সামান্তার বান্ধবী বিকেএসপির নারী ক্রিকেটার সুমাইয়া আক্তারের পিতা সাইফুল ইসলাম।১৫ নভেম্বর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ১ম অনুধ্ব জাতীয় মহিলা ক্রিকেটে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগীয় মধ্যকার ম্যাচে ফিল্ডিং করার সময় এই দুঘটনা ঘটে।