ময়মনসিংহে পেঁয়াজের বাজারে পুলিশের হানা, দাম কমলো ৫০ টাকা
আপডেটঃ 3:30 pm | November 17, 2019

মো. মেরাজ উদ্দিন বাপ্পী,ময়মনসিংহঃ বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস, বড় চালান আসার খবর কোনো কিছুই থামাতে পারছে না পেঁয়াজের দরবৃদ্ধিকে। ইচ্ছামতো পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে এমন অভিযোগে ময়মনসিংহের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা পুলিশ সতর্কতামূলক অভিযান চালিয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে নগরীর স্বদেশী বাজারে এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহের পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন।
তবে পুলিশ আসার আগেই অধিকাংশ পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের নিকট থাকা পেঁয়াজ সরিয়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া যায়।
এসময় ময়মনসিংহের পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসময় কয়েকজন ভোক্তা বিভিন্ন রকম দাম হাঁকানোর অভিযোগও করেন। কেউ কেউ প্রতি কেজি ২৩০-২৫০ টাকা দরে পেঁয়াজ কিনেছেন বলে জানান। পরে পুলিশ সুপার প্রত্যেক পিয়াজ ব্যবসায়ীকে সতর্ক করেন।
পুলিশ সুপার বলেন, অভিযানের শুরুতেই বাজারে পেঁয়াজের কেজি প্রতিতে ৪০ থেকে ৫০ টাকা দাম কমে এসেছে। এই অভিযান জেলার বিভিন্ন উপজেলায়ও পরিচালনা করা হবে।
পরবর্তীতে কেউ যদি ইচ্ছামতো পেঁয়াজের দাম হাঁকান তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনের মধ্যে থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের জেল জরিমানা করা হবে।