ময়মনসিংহ নাগরিক আন্দোলন ৩০ বছর পূর্তি
আপডেটঃ 8:55 pm | November 17, 2019

রুহুল আমিনঃ ময়মনসিংহের সকল উন্নয়ন আন্দোলনের প্রাণ সংগঠন ময়মনসিংহ নাগরিক আন্দোলনের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান (গত শনিবার) ১৬ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় সংগঠনের যুবলীঘাটস্থ কার্যালয়ে সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এড. আনিসুর রহমান। সভা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি এইচ এম খালিকুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক কাজি আজাদ জাহান শামীম, ড. সিরাজুল হক, এড. শিব্বির আহমেদ লিটন, সাংবাদিক প্রদীপ ভৌমিক, প্রফেসর এম এ বারিক, মোঃ জাহাঙ্গির হোসেন, স্বদেশ সংবাদ সম্পাদক শ্রী জগদিশ চন্দ্র সরকার, সাংবাদিক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আজাহার হোসেন, এম এ ওয়াহেদ, মাষ্টার সাইদুল হক, শ্রী শংকর সাহা, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সাজেদা বেগম, হুসনে আরা বেগম, সৈয়দা রোকেয়া আফসারি শিখা।