আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান
আপডেটঃ 4:03 pm | November 19, 2019

মো. মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহঃ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি’ সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সার্বিক সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ এর নেতৃত্বে ক্যাম্পাস এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে আগাছা পরিষ্কার, ড্রেনে ব্লিচিং পাউডার প্রয়োগ হয়।
এসময় আনন্দ মোহন কলেজ (আমোক) ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শেখ সজলসহ বিভিন্ন হল ইউনিট ও শাখা ছাত্রলীগের পদে দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ বলেন, পরিচর্যার অভাবে ক্যাম্পাস এলাকায় চলাচল করা অনুপযোগী হয়ে ছিল। যার ফলে আমরা এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছি। কলেজ শাখা ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান তিনি।