অতিরিক্ত দামে লবণ বিক্রি, খতিয়ে দেখছেন আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ
আপডেটঃ 9:05 pm | November 19, 2019

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ অতিরিক্ত দামে লবণ বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৯নভেম্বর) রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে আনন্দমোহন কলেজ সংলগ্ন এলাকার বিভিন্ন দোকান পরিদর্শন করেন ছাত্রলীগ নেতা কর্মীরা।
আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ এর নেতৃত্বে আনন্দমোহন কলেজ সংলগ্ন হামিদ উদ্দিন রোড, সানকিপাড়া নতুন পল্লী, কলেজরোড রেল ক্রসিং মোড়, কলেজরোড মীরবাড়ি মোড় এলাকায় অতিরিক্ত দামে লবণ বিক্রি করা হচ্ছে কিনা তা পরিদর্শন করে খতিয়ে দেখেন ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ সজল, তোফাজ্জল হোসেন ফকির, জয়নুল আবেদিন হল শাখার সভাপতি হাফিজুর রহমান জুবায়ের, সাধারণ সম্পাদক নাহিদ হাসান নিরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।