ব্রহ্মপুত্র নদের সিমানা নির্ধারণ শুরু ॥ উচ্ছেদ ২৩ ডিসেম্বর
আপডেটঃ 9:23 pm | November 30, 2019

ময়মনসিংহের বুক বইয়ে যাওয়া এক সময়ের উত্তাল ব্রহ্মপুত্র নদের সীমানা নির্ধারণ কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান এই সীমানা নির্ধারণ কাজের সূচনা করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নদের সিমানা নির্ধারণ কাজ টানা চলমান থাকবে। অবৈধভাবে দখলে নিয়ে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এ সব স্থাপনা আগামী ২৩ ডিসেম্বর একযুগে উচ্ছেদ করা হবে। সরে জমিনে নদের সিমানা মাপঝোককালে দেখা যায়, ময়মনসিংহ বিভাগীয় শহরের নদের পাড় ঘেষে (কালিবাড়ি সড়ক) গড়ে উঠা শত শত বসতবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠান ব্রক্ষ্মপুত্র নদের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। নদের সিমানা নির্ধারণ কাজ এবং সঠিক মাপঝোক শুরু হওয়ায় জমি দখলে নিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী লুটেরা চক্রের মাঝে আতংক দেখা দিয়েছে। অনেকেই প্রশাসনিক এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগকে ইতিমধ্যেই ভিন্নখাতে প্রবাহের চেষ্ঠা শুরু করে দিয়েছেন।