ময়মনসিংহে জেলা ব্র্যান্ডিংয়ের জন্য লোগো তৈরী বিষয়ক সভা অনুষ্ঠিত
আপডেটঃ 8:47 pm | February 18, 2016

মোঃ মেরাজ উদ্দিন বাপ্পি : ময়মনসিংহ জেলার লঘুসহ অল্পকথায় শ্লোগান তৈরী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-উর রশিদ, ময়মনসিংহ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ হারুন উর রশিদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, বাস মালিক পরিবহন সমিতির সভাপতি মমতাজ উদ্দিন প্রমূখ।
সভায় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ময়মনসিংহের অতীত, বর্তমান ও আগামী মযমনসিংহ কেমন হবে এধরনের ভাবনা নিয়ে জেলা প্রশাসক এর বরাবরে প্রেরনের জন্য আহবান জানান।