ত্রিশাল উপজেলা মহিলা বিষয় দপ্তরকে ল্যাপটপ প্রদান
আপডেটঃ 9:46 pm | December 03, 2019

স্টাফ রিপোর্টারঃ ত্রিশাল উপজেলা মহিলা বিষয় দপ্তরকে আজ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে অফিসের কর্মকান্ড চালানোর জন্য একটি ল্যাপটপ প্রদান করা হয়। উক্ত ল্যাপটপটি প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতিন সরকার। এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির, ত্রিশালের বিশিষ্ট আঃলীগ নেতা ফজলে রাব্বী। ল্যাপটপটি গ্রহন করেন মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা মুক্তি রাণী রায়। মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন ল্যাপটপটি পাওয়ার ফলে মহিলা বিষয়ক দপ্তরের কর্মকান্ড সহজ ভাবে কাজ করা সম্ভব হবে। এ জন্য তিনি ত্রিশাল উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।