পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত
আপডেটঃ 7:29 pm | December 06, 2019

স্টাফ রিপোর্টার:- “পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এ পতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গতকাল সকালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পচার্য জয়নূল আবেদীন মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগ ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উক্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ এইচ এম লোকমান,সহকারী বিভাগীয় পরিচালক ডা.কামাল উদ্দিন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ সিভিল সার্জন ডাক্তার মো. মজিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মোঃ আবদুল আওয়াল ।