ফুলবাড়ীয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা হাবিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপিত
আপডেটঃ 9:56 pm | February 18, 2016

ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ফুলবাড়ীয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় গতকাল বৃহস্পতিবার বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। কলেজ মাঠে বসন্ত উৎসবে গান ও নৃত্য পরিবেশন করেন ইউএনও বনানী বিশ্বাস, প্রভাষক বিলকিছ খানমসহ কলেজ শিক্ষার্থীরা।
এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউএনও বনানী বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি আফরোজা আখতার, অধ্যক্ষ নাসির উদ্দিন খান, অধ্যক্ষ সাইদুল ইসলাম হিরা, প্রাণী সম্পদত কর্মকর্তা ডা. আঃ মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা ড. নাসরিন আক্তার বানু, ওসি রিফাত খান রাজিব, প্রভাষক বিলকিছ খানম, ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।