শেখ হাসিনা সভাপতি, সাধারণ সম্পাদক থাকছেন কাদেরই
আপডেটঃ 2:03 pm | December 21, 2019

পরবর্তী তিন বছরের জন্য আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন। নবমবারের মতো তিনি সভাপতি নির্বাচিত হলেন। আর সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরই দায়িত্ব পালন করবেন।
আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে এ দুজন নির্বাচিত হন। দুটি পদে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।
কাউন্সিলের দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই দুই নেতাকে পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হন।