জামালপুরে মেলান্দহ র্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৫
আপডেটঃ 11:33 pm | December 22, 2019

মোঃ রিয়াজুর রহমান লাভলু ঃ জামালপুর মেলান্দহে উপজেলায় র্যাবের অভিযানে ১০ লিটার চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেন র্যাব-১৪। রবিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় র্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল মেলান্দহ উপজেলার পশ্চিম পাড়া গ্রামের রনজিত বাশফোরের বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ লিটার চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মেলান্দহ উপজেলার আদিপুর গ্রামের মোঃ মাসুদের ছেলে মোঃ লিটন (২৭), গোবিন্দপুর নাথপাড়া গ্রামের মৃত মনোরনজন সুত্রধরের ছেলে টুটুল সুত্রধর (২৮), পশ্চিম পাড়া গ্রামের মোঃ দুলাল শেখের ছেলে মোঃ জুলহাস শেখ (৩২), টুপকার চর গ্রামের মোঃ আব্দুস কুদ্দুসের ছেলে মোঃ আকবর আলী (৩২) ও উত্তর আদিপুর গ্রামের শাহেব আলীর ছেলে মোঃ মমিন (২৮)। আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।