জামালপুরে র্যাবের আভিযানে ১১পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আপডেটঃ 9:27 pm | December 23, 2019

মোঃ রিয়াজুর রহমান লাভলু ঃ জামালপুর শহরের পাথলিয়া সার্কিট হাউজ এলাকায় র্যাবের আভিযানে ১১পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী্কে গ্রেপ্তার করেন র্যাব-১৪। সোমবার দুপুরে পাথলিয়া সার্কিট হাউজের পিছনের রাস্তা উপর থেকে মোঃ তন্ময় (২০) নামে একজন মাদক ব্যবসায়ী্কে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্য পাথলিয়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার দুপুর দুইটা ৩০মিনিটের সময় জামালপুর সার্কিট হাউজ এলাকায় অভিযান চালায়। এসময় সার্কিট হাউজের পিছনের রাস্তা উপর থেকে ১১পিস ইয়াবা ও একটি মোবাইলসহ মোঃ তন্ময়কে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ তন্ময়ের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।