ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মাঝি’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আপডেটঃ 1:01 pm | December 24, 2019

মো. মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম এর বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধিত অতিথি ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মক্ষেত্রে আমার আচরণে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন সেজন্য সকলকে নিজগুণে ক্ষমা করার জন্য অনুরোধ জানান।
এসময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত) আক্কাস উদ্দিন ভূঞা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন, শেরপুর জেলা পুলিশ সুপার আশরাফুল আজিম, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৌয়দ হারুনঅর রশিদ, জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।