ময়মনসিংহে ওষুধের দোকানি হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড
আপডেটঃ 3:47 pm | December 24, 2019

ময়মনসিংহের ওষুধের দোকানি মাজহারুল ইসলামকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। মামলার দায় থেকে খালাস পেয়েছেন আরও সাত আসামি।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামি হলেন, একলাছ উদ্দিন, আবুল কাশেম, কবির মিয়া, আবুল কাশেম, বাদল মিয়া, ফারুক মিয়া, রুমা আক্তার, আবুল কালাম আজাদ, চন্দন ও শুক্কুর আলী। এঁদের মধ্যে ফারুক মিয়া ও রুমা আক্তার পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
খালাসপ্রাপ্ত সাত আসামি হলেন আফতাব উদ্দিন, আবু সিদ্দিক, বদরুল আলম, ইসমাইল হোসেন, কাজল মিয়া, রফিক ও দুলাল।
এই হত্যা মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ৫ ডিসেম্বর। সেদিনই আদালত রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিয়ালধরা বাজারের ওষুধের দোকানদার মাজহারুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। তদন্ত করে নান্দাইল থানা-পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের মধ্যে একজন মারা যান। আদালত অপর ১৭ জন আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন।