জামালপুরে মেলান্দহ র্যাবের অভিযানে ৬৮পিস ইয়াবাসহ গ্রেপ্তার
আপডেটঃ 8:11 pm | January 07, 2020

মোঃ রিয়াজুর রহমান লাভলু ঃ জামালপুর মেলান্দহে উপজেলায় র্যাবের অভিযানে ৬৮পিস ইয়াবাসহ আশিক নামে একজন কে গ্রেপ্তার করেন র্যাব-১৪। উপজেলার মেঘার বাড়ি গ্রামে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাবের ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাত সাতটার দিকে মেলান্দহ উপজেলার মেঘার বাড়ি গ্রামে অভিযান চালায়। এসময় রাস্তা থেকে ৬৮পিস ইয়াবা বড়ি ও দুটি মোবাইলসহ মোঃ আশিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। র্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।